Rishabh Pant Twin Century. (Photo Credits: X)

Rishabh Pant Records: ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজে অবিশ্বাস্য ব্যাটিং করছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। লর্ডস টেস্টের (Lords Test) তৃতীয় দিনের লাঞ্চের ঠিক আগে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান পন্থ (Pant)। তবে তার আগে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার। কেএল রাহুলের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪১ রানের অনবদ্য পার্টনারশিপ দলকে নিশ্চয়তা দেন তিনি।চলতি সিরিজের প্রথম টেস্ট লিডসে দুই ইনিংসে সেঞ্চুরি করে বড় নজির গড়েছিলেন পন্থ। আর এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে এর আগে কোনও উইকটেকিপার-ব্যাটসম্যান যা করতে পারেননি, সেটাই করে দেখালেন পন্থ।

দেখুন লর্ডসে কীভাবে রান আউট হলেন পন্থ

পন্থের বড় নজির

ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজে বিশ্বের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ৪০০ রান করার নজির গড়লেন পন্থ। এখনও সিরিজ দুটি টেস্ট ও লর্ডসে একটা ইনিংস খেলা বাকি আছে। চলতি টেস্ট সিরিজে মোট পাঁচটি ইনিংসে ব্যাট করে পন্থ দুটি সেঞ্চুরি, চারটি হাফ সেঞ্চুরি করেছেন। মোট রান ৪২০, ব্যাটিং গড় ৮৪। লিডস টেস্টে ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে লখনৌ সুপারজায়েন্টসের অধিনায়ক।

চলতি টেস্ট সিরিজ পন্থের রান-

প্রথম টেস্ট (লিডস)- ১৩৪, ১১৮

দ্বিতীয় টেস্ট (এজবাস্টন)- ২৫,৬৫

তৃতীয় টেস্ট (লর্ডস)- ৭৪