Returning Officer Team Attacked (Photo Credit: ANI)

কর্ণাটক : রামানাগাড়া জেলার মাগাদি তালুকে এক রিটার্নিং অফিসার ও তাঁর দলের উপর হামলা। গত বুধবার রামনগর জেলার (Ramanagara District) দুধ উৎপাদক ইউনিয়নের পরিচালক নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছিলেন, যাওয়ার পথে চারজন দুষ্কৃতী তাঁদের ওপর আক্রমণ করে। দুষ্কৃতীরা গাড়ি থেকে জোর করে ব্যালট পেপার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অফিসার ব্যালট পেপার ফেরত নেওয়ার চেষ্টা করে কিন্তু দুষ্কৃতীরা একটি স্যান্ট্রো গাড়িতে করে পালিয়ে যায়। এক মহিলা অফিসারকেও তারা তাদের গাড়ি দিয়ে আঘাত করে।

দেখুন

মাগদির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) কে এম প্রবীণ কুমার এইচটি কে বলেন, ‘মাগাদি পুলিশ সীমানার অধীনে নির্বাচনে এটি প্রথম ঘটনা। আমরা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৯৩ (ডাকাতি) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা) দেওয়ার অধীনে মামলা নথিভুক্ত করেছি।’