প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ যত দিন যাচ্ছে বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশ খোয়াচ্ছেন সধারণ মানুষ। এবার ইন্দোরে (Indore) সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। প্রতারকদের জালে পা দিয়ে প্রায় ১.০২ কোটি টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল। পুলিশ এবং সিবিআই সেজে ভয় দেখিয়ে ৮১ বছরের বৃদ্ধার থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বৃদ্ধার নাম নন্দিনী চিপলুঙ্কার। বয়স ৮১ বছর। একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন তিনি।

সাইবার প্রতারণার শিকার বৃদ্ধা, খোয়ালেন ১.০২ কোটি টাকা

জানা গিয়েছে, গত এপ্রিলে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে দাবি করা হয়, ওই বৃদ্ধার নামে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কিছু জালিয়াতির সঙ্গেও বৃদ্ধার নাম জড়িয়েছে বলে জানানো হয়। ভয় দেখিয়ে বলা হয় তাঁর নামে ২৬৭ টি এফআইআর রয়েছে। স্বাভাবিকভাবেই এতে ভয় পেয়ে যান ওই বৃদ্ধা। প্রতারকরা মোটা টাকার বিনিময়ে সমস্ত কেস ধামাচাপা দিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। আর তাদের এই ফাঁদেই পা দিয়ে বসেন বৃদ্ধা। ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে এই বলে প্রথমেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এরপর ভাগে ভাগে টাকা তুলে নেওয়া হয়। চলতে থাকে হুমকি। এরপর শেষ সম্বল ৫০ লক্ষ টাকার ফিক্স ডিপোজিট ভাঙতে ব্যাঙ্কে যান ওই বৃদ্ধা। তাতে কোনওভাবে সন্দেহ হয় ব্যাঙ্ক ম্যানেজারের। তিনি বৃদ্ধাকে চেপে ধরতে সবটা জানান অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল। এরপর ব্যাঙ্ক ম্যানেজারের সহায়তাতেই পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে ১.০২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা