Repo Rate 2024-25: রেপো রেট নিয়ে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (Reserve Bank of India )। মনেটরি পলিসি কমিটির (Monetary Policy Committee) সঙ্গে দুদিনের বৈঠক শেষে শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, ২০২৪-২৫ অর্থবর্ষে রেপো রেটের (Repo Rate 2024-25) হার অপরিবর্তিত রইল। টানা সপ্তমবারের জন্যে রেপো রেটের হার ৬.৫ শতাংশে স্থির রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নয়া অর্থবর্ষে রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ব্যাঙ্ক থেকে যে কোনরকম ঋণ গ্রহণে গ্রাহকদের পকেটে বাড়তি নতুন চাপ পড়বে না বলেই মনে করা হচ্ছে। আরবিআই-এর রেপো রেট স্থির থাকার ফলে আম জনতাদের ইএমআই (EMI) বা সুদের হারও অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে।
গত ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল, দুই দিনব্যাপী নয়া অর্থবর্ষে (২০২৪-২৫) রেপো রেটের হার নির্ধারণ নিয়ে মনেটরি পলিসি কমিটির বৈঠক চলেছে। মনেটরি পলিসি কমিটিতে আরবিআই-এর তিনজন এবং সরকারের তরফে মনোনীত তিনজন সদস্য থাকেন। শুক্রবার রেপো রেট ঘোষণার সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর শক্তিকান্ত (Shaktikanta Das) জানান, কমিটির ৬ সদস্যের মধ্যে ৫ জনই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সায় দিয়েছে।
দেখুন...
#WATCH | On monetary policy decisions, RBI Governor Shaktikanta Das says, "The Reserve Bank decided to keep the Policy Repo Rate unchanged at 6.5%" pic.twitter.com/fKpkAaK8Q9
— ANI (@ANI) April 5, 2024
আরবিআই গভর্নরএর ঘোষণা অনুযায়ী, রেপো রেটের পাশাপাশি অপরিবর্তিত রয়েছে...
- স্থায়ী আমানত সুবিধা হার ঃ ৬.৩৫ %
- প্রান্তিক স্থায়ী সুবিধা হার ঃ ৬.৭৫ %
- ব্যাঙ্ক রেট ঃ ৬.৭৫ %
- ফিক্সড রিভার্স রেপো রেট ঃ ৩.৩৫ %
নয়া অর্থবর্ষের মুখে শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।