Egyptian President Abdel Fattah el-Sisi Photo Credit:Twitter@PTI

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের জন্য মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাল ভারত ।এই প্রথম কোন আরব দেশের রাষ্ট্রপতি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন।

Abdel Fattah Al Sisi, President of the Arab Republic of Egypt, will be the Chief Guest at India’s Republic Day celebrations on January 26, 2023.

কোভিড মহামারীর কারণে,  ২০২১ এবং ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে কোনও বিদেশী নেতা আসতে পারেননি।সূত্রের খবর মিশরে একটি সরকারী  অনুষ্ঠানের সময় ১৬ অক্টোবর কায়রোতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর  আবদেল ফাত্তাহ এল-সিসিকে  আনুষ্ঠানিক আমন্ত্রণটি হস্তান্তর করেছিলেন।সেই প্রস্তাবে শিলমোহর পরতেই তা জানায় সংস্কৃতি মন্ত্রক।  ২০২৩ সালের ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলনে আমন্ত্রিত নয়টি অতিথি দেশের মধ্যে মিশর রয়েছে। মনে করা হচ্ছে আরব দেশগুলির সঙ্গে বৈদেশিক সম্পর্ক ভাল করার সূত্রেই এই উদ্যোগ।