নয়াদিল্লিঃ গুদাম থেকে নিমেষে গায়েব ৮০০ বোতল মদ(Liquor) । তদন্তে নেমে যা উঠে এল তাতে হতবাক সকলে। আজব যুক্তি ব্যবসায়ীদের। দোষ চাপানো হল ইঁদুরের (Rats) উপর। ব্যবসায়ীদের এই যুক্তি শুনে অবাক ঝাড়খণ্ডের আবগারি কর্তারা। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডে কার্যকর হচ্ছে নতুন আবগারি নীতি। আর তার আগে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার মদের দোকানগুলিতে স্টক পরীক্ষা করা হচ্ছিল। স্টক চেকিংয়ের সময় দেখা যায়, ৮০২টি আইএমএফএল বোতল হয় সম্পূর্ণ খালি। আবার কিছু কিছু বোতল আংশিক খালি। এতে সন্দেহ হয় আবগারি কর্তাদের।
ঝাড়খণ্ডে বোতল থেকে মদ খেল ইঁদুরের দল
ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর তাতেই ব্যবসায়ীদের অজুহাত, 'রাতে ইঁদুর বোতলের ছিপি খুলে মদ পান করে চলে যায়।' ব্যবসায়ীদের এই যুক্তি শুনে হতবাক প্রশাসনিক কর্তারা। যদিও ধপে টেকেনি সেই চুক্তি। ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় আবগারি দফতর। দ্রুত ব্যবসায়ীদের সেই নোটিশ পাঠানো হবে বলে জানান ঝাড়খণ্ডের সহকারী আবগারি কমিশনার রামলীলা রাভানি।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও ঝাড়খণ্ডে ইঁদুরকে মাদক চুরির জন্য দায়ী করা হয়েছে। এর আগে একটি অভিযানে ১০ কেজি ভাং ও ৯ কেজি গাঁজা উদ্ধার হয়। সেখানেও মাদক চুরির জন্য ইঁদুরদেরই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। সেবার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতে এই ধরনের অযৌক্তিক দাবির তীব্র সমালোচনা হয়।
নেশায় বুঁদ ইঁদুরের দল, ঝাড়খণ্ডে অবাক করা ঘটনা
Rats drank 800 bottles of liquor: Dhanbad traders' wild excuse raises eyebrows #rat #liquor #news #jharkhand https://t.co/twDp7DuteQ
— Mathrubhumi English (@mathrubhumieng) July 13, 2025