নয়াদিল্লিঃ সামনে এল মুম্বইয়ের এক হাসপাতালের বেহাল ছবি। হাসপাতালে ইঁদুরের কামড় খেলেন রোগী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ডঃ আর. এন. কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন ৮৫ বছরের এক বৃদ্ধা। তাঁর নাম ইন্দুমতি চাভান। ডিমেনশিয়া-সহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল তাঁর।
রোগীর পরিবারের দাবি, বুকে সংক্রমণের কারণে বেশ কয়েকদিন আইসিইউতে ছিলেন তিনি। এরপর তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বৃদ্ধার নাতির অভিযোগ, ঠাকুমার বাম হাতে একটি দাগ দেখতে পান তিনি। এরপর জানা যায়, হাসপাতালের মধ্যেই বৃদ্ধাকে ইঁদুরে কামড়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন বৃদ্ধার জামাই। গোটা ঘটনা জানাজানি হতে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই পেস্ট কন্ট্রোল আধিকারিকদের হাসপাতালে মোতায়েন করা হয়। তবে এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন বিএমসি-র মেডিক্যাল এডুকেশন ডিরেক্টর ডাঃ নীলম আন্দ্রাদে।
হাসপাতালের বেহাল দশা, জেনারেল ওয়ার্ডে ইঁদুরের কামড় খেলেন রোগী
🚨
Rat Bites 85-Year-Old Woman At Mumbai’s Cooper Hospital, Family Alleges Negligence
#Latest #News #Bharat #India #BreakingNews #TrendingNews #BigBreaking #breaking #latestupdates #updates #world #trending #NewsUpdates #Newsfeed #TrendingNow #viralnews…
— Instant News ™ (@InstaBharat) September 8, 2025