নয়াদিল্লিঃ এবার দুই দক্ষিণী সুপারস্টারের বাড়িতে বোমাতঙ্ক। তামিলনাড়ূর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে দাবি করা হউ। দুই তারকা রজনীকান্ত (Rajinikanth)ও ধনুশের (Dhanush) বাড়িতে বোমা রাখা আছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় চেন্নাই। এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুই তারকার বাড়িতে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকার বাড়ি। চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির নিরাপত্তারক্ষীদের। খুঁটিয়ে দেখা হয় বাড়ি-সহ আশেপাশের সিসিটিভি ফুটেজ। প্রাথমিক তদন্তের পর বোমা রাখার খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি তদন্তকারী দলের।
প্রসঙ্গত, ওই হুমকি মেলে শুধুমাত্র রজনীকান্ত ও তাঁর প্রাক্তন জামাই-ই নয়, তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে সেবালপেরুন্থাগাইয়ের বাড়ির কথাও উল্লেখ করা হয়েছিল। সেখানেও তল্লাশি চালায় পুলিশ ও বোম্ব স্কোয়াড। মেলে উল্লেখিত জায়গাতেই চলে তল্লাশি। তবে সেখান থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। উল্লেখ্য, যদিও এই ঘটনা তামিলনাড়ুতে নতুন নয়। আগেও একাধিকবার তামিলনাড়র বিভিন্ন তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমাতঙ্ক, হুমকি মেলে উল্লেখ প্রাক্তন জামাই ধনুষের নামও
🚨Rajinikanth & Dhanush Shocked!
Bomb threat emails trigger massive police search in Chennai. Bomb squad rushes in, stars safe, tension grips Kollywood! 💣👮♂️
Read more 👉 https://t.co/ye32t5ogl4@BuzzAlertsLive #Rajnikanth #Dhanush #ChennaiNews #BombThreat…
— Buzz Alerts (@BuzzAlertsLive) October 29, 2025