ধৃত জীবন খান (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের রাজস্থান (Rajasthan) থেকে পাকড়াও পাক গুপ্তচর (Pakstani Spy) এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে জয়সলমীরের গ্রাম থেকে গ্রেফতার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম জীবন খান বয়স ৩০ দু'তিন বছর আগে য়সালমীরের আর্মি ক্যান্টিনে কাজ করতেন তিনি সম্প্রতি আবার কাজে ফিরে আসেন, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। অপারেশন সিঁদুরের পর থেকে এই নিয়ে জয়সলমীর থেকে গুপ্তচর সন্দেহে জনকে গ্রেফতার করা হল

জানা গিয়েছে, আর্মি ক্যান্টিনের কাজে হঠাৎ ফিরে আসেন তিনি তাঁকে ফোনে কারও সঙ্গে পাকিস্তান নিয়ে কথা বলতে শোনেন জওয়ানরা তাঁর উপর তীব্র সন্দেহ হয় এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর মোবাইল ঘেঁটে দেখা যায়, পাকিস্তানের এক বাসিন্দার নম্বর রয়েছে তাঁর ফোনে জীবনের অবশ্য দাবি, পাকিস্তানে তাঁর আত্মীয় রয়েছে পরে জেরার মুখে পড়ে জীবন জানান, ওই নম্বরগুলি আইএসআই শীর্ষ কর্তাদের এরপর তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে তাঁকে জয়েন্ট ইনটেরোগেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদে তিনি জানান, অপারেশন সিঁদুর চলাকালীন সেনাবাহিনীর বিভিন্ন তথ্য আইএসআই এজেন্টদের দিতেন তিনি মোটা টাকার বিনিময়ে এই কাজ করতেন তিনি

 দেশের অন্দরেই লুকিয়ে 'শত্রু ', আর্মি ক্যান্টিন থেকে গ্রেফতার পাক গুপ্তচর