দুঙ্গারপুর, ২৩ এপ্রিলঃ রাজস্থানের দুঙ্গারপুর মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন (Rajasthan Fire)। শনিবার রাতে মেডিক্যাল কলেজের নবজাত ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুনটি লাগে। মেডিক্যাল কলেজের এক চিকিৎসক সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল অফিসে। তিনটি দমকলের ইঞ্জিন মিলে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
নবজাতক ওয়ার্ডে আগুন লাগার ফলে ওয়ার্ডের ভিতরেই আটকে পড়েছিল সদ্যজাত শিশুরা। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং একই সঙ্গে ওয়ার্ড থেকে ১২ টি সদ্যজাতকে উদ্ধার করা গিয়েছে ওয়ার্ড থেকে।
এক দমকল কর্মী সূত্রে খবর, ‘শনিবার রাতে আমাদের কাছে খবর আসে দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের নবজাতক ওয়ার্ডে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তিনটি দমকলের ইঞ্জিন নিয়ে আমরা সেখানে পৌঁছে যাই। পৌঁছে দেখি চারিদিক ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। কিন্তু আমরা সেই আগুন নিয়ন্ত্রণে আনি। এবং শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই’।