জয়পুর, ২১ মার্চঃ বাড়ির সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আগুনে ঝলসে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের তিন সন্তানের। মর্মান্তিক ঘটনা রাজস্থানের (Rajasthan) জয়পুরে। বুধবার রাতে বিশ্বকর্মা থানার অন্তর্গত জয়সল্যা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, রাতে গোটা পরিবার যখন নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে ঠিক সেই সময়েই তাঁদের বাড়ির সিলিন্ডার ফেটে ব্যাপক বিস্ফোরণ হয়। আগুন জ্বলে ওঠে গোটা বাড়িতে। ঘুমের মধ্যেই জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে বাবা-মা এবং তাঁদের তিন খুদে সন্তানের। ওই বাড়িতে আগুন লেগেছে দেখে প্রতিবেশীরা দমকলে খবর দেয়। দমকল যতক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ততক্ষণে সব শেষ।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটি খোলা ছিল। যা থেকে গ্যাস লিক করে বিস্ফোরণটি ঘটেছে। দুর্ঘটনায় মৃতরা হলেন রাজেশ (২৬), স্ত্রী রুবি (২৪) তাঁদের তিন সন্তান ৭ বছরের ইশু, ২ বছরের দিলখুশ এবং তৃতীয়জনের বয়স ছিল ১। বিহার নিবাসী ওই দম্পতি কাজের সূত্রে জয়পুরে (Jaipur) এসেছিলেন। যে বাড়িতে তাঁদের মৃত্যু হয়েছে সেখানে ভাড়া থাকতেন তাঁরা। পরিবারের এমন করুণ পরিণতিতে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।