Rahul Gandhi, Priyanka Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ১ জুলাই: রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যে উত্তাল লোকসভা। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে যখন লোকসভা উত্তাল হয়ে উঠতে শুরু করে, সেই সময় প্রিয়াঙ্কা গান্ধীকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। যা শুনে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল হিন্দুদের কখনও অপমান করেননি। বিজেপি নেতাদের কথা বলেছেন রাহুল এবং তা খুব স্পষ্টভাবে।

শুনুন কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী...

 

প্রসঙ্গত লোকসভায় আজ শিবের ছবি হাতে নিয়ে রাহুল গান্ধী বলেন,  অভয়মুদ্রা কংগ্রেসের প্রতীক। অভয়মুদ্রা  নির্ভীকতারও প্রতীক। আশ্বাস ও নিরাপত্তার অঙ্গভঙ্গি। যা ভয়কে দূর করে। সেই সঙ্গে এই অভয় মুদ্রা হিন্দু, ইসলাম, শিখ , বৌদ্ধ এবং অন্য ভারতীয় ধর্মে ঐশ্বরিক সুরক্ষা ও আনন্দ প্রদান করে। আমাদের সকল মহান ব্যক্তিরা অহিংসা এবং ভয়ের সমাপ্তির কথা বলেছেন। তবে যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন। আপনারা হিন্দু নন। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর থেকেই লোকসভা কার্যত উত্তাল হয়ে উঠতে শুরু করে।

আরও পড়ুন:  Rahul Gandhi's Hindu Remark: 'কয়েক কোটি মানুষ নিজেদের গর্বিত হিন্দু বলে মনে করেন', রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে বললেন শাহ

রাহুল গান্ধী হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে মন্তব্য করেছেন,তার জন্য তাঁকে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলের হিন্দু মন্তব্যের প্রেক্ষিতে পালটা মুখ খোলেন।