
নয়াদিল্লিঃ ৩৪ বছর আগে ঠিক আজকের দিনে, তামিলনাড়ুতে (Tamil Nadu)আত্মঘাতী বোমা (Suicide Bomb) হামলায় মৃত্যু হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Former Prime Minister Rajiv Gandhi)। আজ, ২১ মে রাজীব গান্ধীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী। এদিন সকাল থেকেই দিল্লির 'বীরভূমি'তে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপনে হাজির কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সকাল-সকাল রাজীব গান্ধীর স্মৃতিসৌধতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী।
রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে আবেগে ভাসলেন ছেলে রাহুল
এরপরই সোশ্যাল মিডিয়ায় বাবা রাজীবকে স্মরণ করে আবেগে ভাসেন রাহুল। বাবার ৩৪-তম মৃত্যুবার্ষিকীতে ছেলে রাহুল লিখছেন, "বাবা, তোমার স্মৃতি আমায় আজও পথ দেখায়। তোমার স্বপ্নগুলো পূরণ করাই এখন আমার একমাত্র লক্ষ্য। আর আমি সেই লক্ষ্য পূরণ করবই।" প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "দেশের যোগ্য সন্তান। ওঁর চেতনা ও দূরদর্শীতা ২১ দশকের ভারতকে পথ দেখাতে সক্ষম ছিল।" পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজীব গান্ধীকে স্মরণ করে মোদী লেখেন, "আজ ৩৪ তম মৃত্যুদিবস উপলক্ষে রাজীব গান্ধী জিকে আমার প্রণাম ওঁ শ্রদ্ধা জানাই।"
বাবা রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা ছেলে রাহুলের
"Your memories guide me every step": Rahul Gandhi remembers former PM Rajiv Gandhi on his death anniversary
Read @ANI Story l https://t.co/N4Jsjvxumq#RajivGandhiDeathAnniversary #RahulGandhi #RajivGandhi pic.twitter.com/rJQiDViA0w
— ANI Digital (@ani_digital) May 21, 2025