কর্ণাটকে বিধানসভা ভোটের (Karnataka Assembly Election 2023) আগে কোমর বেঁধে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই কংগ্রেসও। রবিবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বেঙ্গালুরু ভোট প্রচারের আগেই রাজ্য পুলিশ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। জনসাধারণের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই পথ নির্দেশিকা জারি করা হয়েছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের তরফে। রবিরের প্রচারের জন্যে সে সমস্ত রাস্তার ব্যবহার সাধারণ মানুষ এড়িয়ে চলবেন সেগুলি হল, মার্কেট স্কোয়ার, শিবাজি নগর, পেরিয়ার সার্কেল (ট্যানারি রোড)। সন্ধ্যে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই রাস্তাগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে।
এছাড়াও ওল্ড এয়ারপোর্ট রোড, সুরঞ্জন দাস রোড, মহাদেবপুর মেন রোড, মারাঠাহল্লি মেন রোড এবং ভার্থুল কোডিতেও বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাস্তা ব্যবহারকারীদের সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বোম্মানহল্লি রোড, বেগুর রোড, হোসুর রোড এবং হঙ্গাসদ্রার ব্যবহার এড়িয়ে চলতে হবে বলেই জানিয়েছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ।