রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের (Rahul Gandhi Disqualification) প্রতিবাদে রবিবার দিল্লির রাজঘাটে জড়ো হয়েছে কংগ্রেস (Congress) সমর্থকরা। রবিবার দিনভর পালিত হবে সত্যাগ্রহ কর্মসূচি। রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজে কেন্দ্রের সিদ্ধান্তের জোর সমালোচনা করলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।
আরও পড়ুনঃ কংগ্রেসের সত্যাগ্রহ মিছিলে দিল্লি পুলিশের ‘না’, জারি ১৪৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তীব্র সমালোচনার সুর তুলে তিনি (Priyanka Gandhi Slams Narendra Modi) বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ এবং অহংকারী। আপনি আমার বিরুদ্ধে যা খুশি মামলা করতে পারেন’।
শুনুন...
#WATCH आप परिवारवादी कहते हैं तो भगवान राम कौन थे? क्या वो परिवारवादी थे? क्या पांडव परिवारवादी थे? और हमें क्या शर्म आनी चाहिए कि हमारे परिवार के सदस्य इस देश के लिए शहीद हुए?: कांग्रेस महासचिव प्रियंका गांधी, दिल्ली pic.twitter.com/fUvZU1LLtq
— ANI_HindiNews (@AHindinews) March 26, 2023
প্রধানমন্ত্রীর ‘পরিবারবাদী’ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে এদিন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আপনি যদি পরিবারবাদী বলেন তাহলে ভগবান রাম কে ছিলেন? তিনি কি পরিবারবাদী ছিলেন? পাণ্ডবরা কি পরিবারবাদী ছিলেন? আমার পরিবারের সদস্যরা দেশের জন্যে শহীদ হয়েছেন, তার জন্যে কি আমার লজ্জিত হওয়া উচিৎ? দেশের পতাকায় তাঁদের রক্ত লেগে। এই স্বাধীন ভূমিতে তাঁদের রক্ত রয়েছে। ভারতের গণতন্ত্র আমার পরিবারের রক্তে রচিত’।