নয়াদিল্লি: কংগ্রেসের নজরে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা বলেন, স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার শুধুমাত্র রাষ্ট্রের পরিচয় কেড়ে নেয়নি বরং জনগণের অধিকার ও সম্পদও ক্ষয় করেছে। তিনি আরও বলেন, ‘ভারতের ইতিহাসে প্রথমবারের মতো রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। একটি রাজ্য বিলুপ্ত করা হয়েছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে , জম্মু ও কাশ্মীরের রাজ্যত্ব ফিরিয়ে দিতে হবে কারণ শুধু আপনার রাজ্যই কেড়ে নেওয়া হয়নি, আপনার অধিকার, আপনার সম্পদ, সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে…।’
Rahul Gandhi bats for J-K statehood; slams Centre for snatching identity, rights
Read @ANI Story l https://t.co/shvx5irIO5 #RahulGandhi #JKPolls #BJP #Congress pic.twitter.com/NnJsiI0kSV
— ANI Digital (@ani_digital) September 4, 2024
জম্মু ও কাশ্মীরে তিন দফাতে ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফা ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফা হবে ১ অক্টোবর। ফল প্রকাশিত হওয়ার কথা ৮ অক্টোবর।