নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়বহ দুর্ঘটনা (Accident)। হেমকুণ্ড সাহিব (Hemkund Shahib)যাওয়ার পথে খাদে পড়ে গিয়ে মৃত্যু পঞ্জাবের যুবকের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলার পুলনা থেকে ২ কিলোমিটার দূরে জঙ্গলচাট্টি নামক এক জায়গায়।
উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু যুবকের
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গুরপ্রীত সিং। বয়স ১৮ বছর। পঞ্জাবের অমৃতসর জেলার কালে গ্রামের বাসিন্দা। রবিবার হেমকুণ্ড সাহিবে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও ৯০ জন তীর্থযাত্রী। সোজা পথ নে বেছে বিকল্প রাস্তা ধরেন তিনি। আর ওই বিপজ্জনক রাস্তা দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। রাস্তা থেকে সোজা খাদে পড়ে যান ওই তরুণ। পা পিছলেই পড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবিন্দঘাট থানার পুলিশের উদ্ধারকারী দল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। খাদ থেকে উদ্ধার করা হয় দেহ। পুলিশের দাবি, বিকল্প পথ বেছে নেওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
তীর্থে গিয়ে মর্মান্তিক পরিণতি, পা পিছলে খাদে পড়ে মৃত্যু তরুণের
Takes closed trail, slips into 100-metre-deep ditch in Chamolihttps://t.co/nxGhbsiMH6
— The Unmute (@the_unmute) July 21, 2025