পঞ্জাবের বন্যা পরিস্থিতি (ছবিঃএক্স)

নয়াদিল্লিঃ জলের তলায় পঞ্জাব(Punjab)। চলতি বছর বর্ষার অতিবৃষ্টিতে (Heavy Rain) দুর্ভোগে পঞ্জবাবাসী। শুধু গ্রামগঞ্জ না জলমগ্ন শহরও। চার দশক পর এমন ভয়াবহ পরিস্থিতির শিকার পঞ্জাব। ১৯৮৮ সালের পর এমন বন্যা পরিস্থিতি দেখেনি পঞ্জাব। বিপর্যস্ত জনজীবন। ক্ষতিগ্রস্ত ২৩ টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিরোজপুর, কাপুরথালা, পাঠানকোট, তরন তারান, ফিরোজপুরের মতো জেলা। বন্যায় ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩.৫ লক্ষ মানুষ। ভিটেমাটি হারিয়েছেন ১৬৫০ মানুষ। এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষ মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। এই আবহে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি, বেসরকারি স্কুল-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পঞ্জাব জুড়ে জারি সতর্কতা। চলতি সপ্তাহে পঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। উল্লেখ্য, শুধু পঞ্জাবই নয় চলতি বর্ষার বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ -সহ বিভিন্ন রাজ্য। হড়পা বান, বৃষ্টি, ভূমিধসের কারণে ধূলিসাৎ হয়ে গিয়েছে বহু পর্যটনকেন্দ্র।

বন্যায় বিধ্বস্ত পঞ্জাব, মৃতের সংখ্যা বেড়ে ৩০, ক্ষতিগ্রস্ত ২৩ জেলা