সন্দীপ সিং রাজপাল,মনদীপ কৌর এবং পুত্র অভয় সিং (ছবিঃX)

নয়াদিল্লিঃ  পঞ্জাবে (Punjab) ব্যবসায়ীর রহস্যমৃত্যু। গাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ী-সহ স্ত্রী (Wife) ও পুত্রের দেহ। পঞ্জাবের পাতিয়াল জেলার একটি গ্রামের কাছে সাদা 'টয়োটা ফরচুনার' গাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্দীপ সিং রাজপাল। বয়স ৪৫। মোহালির বাসিন্দা তিনি। সম্পত্তি বেচাকেনার ব্যবসা ছিল তাঁর। ভাতিন্দা থানার শিখওয়ালা গ্রামে জন্মেছিলেন সন্দীপ। তবে কর্মসূত্রে দীর্ঘ ৮ বছর ধরে মোহালিতে থাকতেন। গ্রামের বাড়িতে থাকতেন তাঁর ভাই।

পঞ্জাবে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, উদ্ধার আগ্নেয়াস্ত্র

স্থানীয় সূত্রে খবর, ওই ভাইয়ের সঙ্গে দেখা কর‍তেই গিয়েছিলেন তাঁরা। পথে গাড়ি থেকে উদ্ধার হয় দেহ। চালকের আসন থেকে মেলে সন্দীপের দেহ। গাড়ির পিছনের সিটে বসেছিলেন স্ত্রী মনদীপ কৌর (৪২) এবং পুত্র অভয় সিং (১৫)। গাড়ির মধ্যে থেকে রক্তের দাগ উদ্ধার হয়। জানা গিয়েছে, রাস্তার পাশে একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে দেহ। এছাড়া গাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী ও সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন সন্দীপ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে সবটা আরও পরিস্কার হবে।

ব্যবসায়ীর রহস্যমৃত্যু, বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার স্ত্রী-পুত্রের দেহ