Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই দেশজুড়ে অভিযান চালিয়ে একাধিক পাক গুপ্তচরকে গ্রেফতার করেছে তদন্তকারীরা ফের আবার গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক সেনা অফিসার জম্মু-কাশ্মীরের (Jammiu and Kashmir) বারামুল্লা জেলার উরি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে জানা গিয়েছে, ধৃতের নাম দেবেন্দর সিং। পঞ্জাবের সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (ISI) গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে খবর, আগে গুরপ্রীত সিং ওরফে গুরি বা ফৌজি নামে এক প্রাক্তন সেনা জওয়ানকে গ্রেফতার করে পুলিশ তাঁকে জেরা করতেই উঠে আসে এই দেবেন্দরের নাম

পাকিস্তানি আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ, গ্রেফতার সেনাকর্মী

তদন্তে নেমে জানা গিয়েজে, গুরপ্রীতের সঙ্গে দেবেন্দরের প্রথম দেখা ২০১৭ সালে পুনেতে একটি সেনা ক্যাম্পে প্রশিক্ষণের সময় দু'জনের পরিচয় হয় এরপর থেকেই দু'জনের মধে যোগাযোগ ছিল এরপর সিকিম এবং জম্মু-কাশ্মীরে একসঙ্গে কাজ করতেন তাঁরা উভয়ের কাছেই গোপন সামরিক তথ্য ছিল অভিযোগ, সেগুলিই পাকিস্তান আইএসআইয়ের সঙ্গে শেয়ার করছিলেন তাঁরা জানা গিয়েছে, পাকিস্তানের আইএসআই-এর কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন গুরপ্রীত সিং। পেন ড্রাইভ ডিস্ক ব্যবহার করে হস্তান্তর করা হত সমস্ত তথ্য গুরপ্রীতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি মোবাইল ফোন ইতিমধ্যেও দেবেন্দরকে মোহালি আদালতে পেশ করা হয়েছিল তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত

দেশে বসে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার সেনাকর্মী