নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানাকে (Pahalgam Terror Attack) কেন্দ্র করে উত্তপ্ত ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক। তৈরি হয়েছে যুদ্ধের (War)আবহ। এই সময়ে দাঁড়িয়ে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিকে দিকে মোতায়েন সেনা (Indian Army)। আর এই আবহে এবার পঞ্জাব থেকে পাঁচটি পিস্তলসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পাকিস্তানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জোধবীর সিং। পঞ্জাবের টার্ন টারান জেলার বাসিন্দা তিনি। জোধবীরের থেকে দু'টি পিএস্ক৫ পিস্তল ও একটি পয়েন্ট ৩০ পিস্তল ও দু'টি ৯এমএম গ্লক পিস্তল উদ্ধার করেছে অমৃতসর পুলিশ।
সীমান্ত থেকে পিস্তলসহ গ্রেফতার ব্যক্তি
পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ভারত থেকে সীমান্তের ওপারে এই ধরনের অস্ত্র সরবারহ করতেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে জেরা করা শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা। পুলিশি জেরায় এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেনি বলেই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ঞ্জাব পুলিশের ডিজিপি বলেন, "সীমান্তবর্তী এলাকা তেহকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর থেকে পাঁচটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের এমনটাই অনুমান করা যাচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে পাকিস্তানে এই ধরনের অস্ত্রসস্ত্র পাচার করতেন তিনি এমনটা সন্দেহ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
পাকিস্তানের সঙ্গে যোগসূত্রের অনুমান, সীমান্ত থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ৫ টি পিস্তল
Punjab Man Arrested With 5 Pistols, Allegedly Linked With Pakistanhttps://t.co/TT8Fj1F7A6 pic.twitter.com/Ocdg7cylT6
— NDTV (@ndtv) April 29, 2025