নয়াদিল্লিঃ দেশে (India) থেকে পাকিস্তানে (Pakistan) তথ্য পাচার। ফের পাক গুপ্তচর (Pakistani Spy) সন্দেহে গ্রেফতার ১। পঞ্জাব (Punjab) থেকে গ্রেফতার করা হল গগনদীপ সিং নামে এক ব্যক্তিকে। সূত্রের খবর, বিগত কয়েকবছর ধরেই সীমান্তে ভারতীয় সেনার গতিবিধির উপর নজর রেখেছিল এই ব্যক্তি। অপারেশন সিঁদুরের সময় নানা তথ্য এবং খবর পাকিস্তানে পাচার করেছে সে, এমনটাই পঞ্জাব পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রয়েছে এই গগনদীপের।
ফের দেশ থেকে পাকড়াও পাক গুপ্তচর
শুধু তাই নয়, বেশকিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, লস্কর-প্রধান হাফিজ সৈয়দের সঙ্গে এ ফ্রেমে দেখা গিয়েছে গগনদীপকে। ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খালিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার ঘনিষ্ঠ এই গগনদীপ। এই গোপাল সিং চাওয়াল আবার বেশ কয়েকবছর ধরে পাকিস্তানে রয়েছে। এই গোপাল সিং-এর হাত ধরেই অয়াক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ হয় গগনদীপের। এমনকী পাক এজেন্টদের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে গগনদীপের সঙ্গে এমনটাও জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ধৃত গগনদীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বাজেয়াপ্ত গগনদীপের মোবাইল ফোন। এই ফোন ঘেঁটে একাধিক প্রমাণ মিলেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। তার ফোনে অন্তত ২০ টি পাকিস্তানি নম্বর মিলেছে। উদ্ধার করা হয়েছে বেশকয়েকটি কল রেকর্ডিংও।
রয়েছে আইএসআই যোগ, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনার তথ্য পাচার, পাক গুপ্তচর সন্দেহে ফের আটক ১
Punjab Man Arrested For Sharing Army Details During Op Sindoor With Pak https://t.co/fgIGAVJukU@Gurpreet_Chhina reports pic.twitter.com/zGdC3AZQCR
— NDTV (@ndtv) June 3, 2025