লুধিয়ানা, ২৬ জানুয়ারিঃ আজ প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2024) ভাষণের মাঝে পরিবারের সুখবর জনসম্মুখে ভাগ করে নিলেন পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। লুধিয়ানায় আয়োজিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ৫০ বছর বয়সে আরও একবার বাবা হতে চলেছেন ভগবন্ত। এদিন তিনি আরও বলেন, মার্চেই সন্তানের জন্ম দেবেন তাঁর স্ত্রী গুরপ্রীত। জনসধারনের উদ্দেশে ভগবন্ত জানান, 'আপনারা জানলে খুশি হবেন আবার অবাকও হবেন, সন্তানের লিঙ্গ আমরা নির্ধারণ করিনি। আর করতেও চাই না। কেবল চাই সুস্থ সন্তান আসুক আমাদের কোলে'।
হাত জড়ো করে ভাষণের মাঝে তিনি ভিড়ের উদ্দেশে অনুরোধ করেছেন, তাঁরাও যেন সন্তানের লিঙ্গ নির্ধারণ না করে।
দেখুন...
Punjab CM Bhagwant Mann made a personal announcement at the Republic Day event in Ludhiana today.
He informed that his wife was expecting a child in March this year.
He also said that he and his wife have not got any test done to find out the gender of the child.
He advised… pic.twitter.com/R5GWTnKft5
— Man Aman Singh Chhina (@manaman_chhina) January 26, 2024
উল্লেখ্য, প্রথম পক্ষের স্ত্রী ইন্দ্রপ্রীত কৌরের থেকে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে তাঁর। সেই বিয়ে ভাঙতে ২০২২ সালে পেশায় চিকিৎসক গুরপ্রীত কৌরকে দ্বিতীয়বার বিবাহ করেন আপ মুখ্যমন্ত্রী।