Puducherry Transport Minister Chandra Priyanka resigns (Photo Credit: ANI)

নয়াদিল্লি : পুদুচেরির পরিবহণমন্ত্রী চন্দ্রা প্রিয়াঙ্কা মঙ্গলবার তাঁর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। কেন্দ্রশাসিত পুদুচেরির ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা মন্ত্রী। প্রিয়াঙ্কা পুদুচেরির প্রাক্তন মন্ত্রী চন্দিরকাসুর কন্যা। পদত্যাগপত্রে প্রিয়াঙ্কা (Puducherry Transport Minister Chandra Priyanka) লিখেছেন, ‘আমি বুঝতে পেরেছি যে, আমার কাছে জনগণের সমর্থন থাকলেও, প্রতারণার রাজনীতি এবং বিধানসভায় প্রচলিত সম্পদের ভয়ঙ্কর আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা চ্যালেঞ্জিং হবে....।’ তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে মন্ত্রী থাকা সম্ভব নয় বুঝতে পেরে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।’

উল্লেখ্য, এর আগে ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কেন্দ্রশাসিত পুদুচেরির মন্ত্রিসভার সদস্য ছিলেন এক মহিলা। কংগ্রেসের রেণুকা আপ্পাদুরাই সেসময় শিক্ষা দফতরের দায়িত্ব সামলেছিলেন। এরপর ২০২১ সালে মন্ত্রী পদ পান চন্দ্রা প্রিয়াঙ্কা।

দেখুন

প্রিয়াঙ্কা পদুচেরির কারাইকালের স্কুলে পড়াশোনা করেন। তিনি আন্নামালাই ইউনিভার্সিটি থেকে বিবিএ নিয়ে স্নাতক হন। প্রিয়াঙ্কা ঝাঁসি নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন।