দিল্লি, ১৮ নভেম্বর: আদালতের শাস্তি এড়াতে রাতারাতি বাবা বনে গিয়েছিল অপরাধী। এতদিনে তাকে শ্রীঘরে পুরল পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য় দিল্লি পুলিশের তরফে স্বঘোষিত অপরাধীকে ধরার নির্দেশিকা জারি হয়েছিল। এরপরেই দিল্লি পুলিশের তরফে শুরু হয় তল্লাশি। দিল্লির বিভিন্ন এলাকায় আচমকা বাবা বনে যাওয়া অপরাধীদের উপরে নজর রাখতেই বেরিয়ে আসে, এক বাবা, যার প্রকৃত নাম অজিত। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির জাফরপুর কালান এলাকার রাবতা মোড়ের ডাবর এনক্লেভ থেকে রাত নটা নাগাদ বছর ৪৫-এর অজিতকে গ্রেপ্তার করা হয়। গত সেপ্টেম্বরে স্থানীয় আদালত অজিতকে দোষী সাব্যস্ত করে। এরপর দিল্লি আবগারি আইনের ৩৩ ধারায় অজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আরও পড়ুন- Kolkata Municipal Corporation Elections 2021: কলকাতা পুরসভার নির্বাচনে কর্মঠ তরুণদের টিকিট দেবে তৃণমূল
পুলিশ জানিয়েছে অভিযুক্ত সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গ্রাম ছেড়ে দিল্লিতে চলে আসে। এখানে সে বাসের কন্ডাক্টরি করত। ২০১৭ ও ২০১৮-তে পর পর দুবার মদ্যপ অবস্থায় ধরা পড়ায় আবগারি আইনে অজিতের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছিল। তারপর থেকেই বেপাত্তা অজিত আচমকা বাবা বনে যায়। এরপর দিল্লির উপকণ্ঠের বিভিন্ন মন্দিরের ঘুরে ঘুরে থাকতে শুরু করে। আদালত তাকে দোষী সাব্যস্ত করলেও শুনানির দিন হাজিরা দিত না অজিত। এই কারণেই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।