নয়াদিল্লিঃ স্কুলের (School )মধ্যে মদের আসর। চলত দেদার মদ্যপান, গানবাজনা, আমোদপ্রমোদ। এবার ফাঁকা স্কুলে এই ধরনের কর্মকাণ্ড চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন স্কুলের প্রিন্সিপাল (Principal) ও শিক্ষক (Teacher)।ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের সাগর জেলার খুরাই ব্লকের গারৌলা জাগির এলাকায় সিএম রাইস সরকারি স্কুলে।
ফাঁকা স্কুলে মদের আসর, হাতেনাতে ধরা পড়লেন প্রিন্সিপাল ও শিক্ষক
অভিযোগ, ফাঁকা স্কুলে প্রায় দিনই মদের আসর বসাতেন ওই স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষক। প্রায়ই গানবাজনার শব্দ শুনতে পান স্থানীয়রা। সন্দেহের বশে একদিন দল বেঁধে স্কুলে ঢুকে পড়েন স্থানীয়রা। সেই সময়ই মদ্যপান করতে হাতেনাতে শিক্ষক ও প্রিন্সিপালকে ধরে ফেলেন তাঁরা। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেন ওই শিক্ষক ও প্রিন্সিপাল। এমনকী প্রিন্সিপালের পরিবারের সদস্যরা এসে গ্রামবাসীদের হেনস্থা করেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আগেই ওই স্কুল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ওই প্রিন্সিপালকে। কিন্তু শিক্ষা দফতরের নির্দেশ অমান্য করেই ওই স্কুলে থেকে যান তিনি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
স্কুলের মধ্যে দেদার মদ্যপান, গানবাজনা, খাওয়া-দাওয়া, হাতেনাতে ধরা পড়লেন প্রিন্সিপাল ও শিক্ষক
MP News: Principal-Teacher Duo Caught Boozing At CM Rise School In Sagar; Viral Video Prompts Police Probe#MadhyaPradesh #Sagarhttps://t.co/8UddQqMh3E
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 2, 2025