কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) আজ দেশে আরও ১০টি নতুন বন্দে ভারত ট্রেন (Vande Bharat Trains) উদ্বোধন করবেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri Station) থেকে প্রধানমন্ত্রী নিউজলপাইগুড়ি এবং পাটনার (Jalpaiguri-Patna) মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। আরও পড়ুন: CAA Rules PDF Download Online: লাগু হল সিএএ আইন, কীভাবে ডাউনলোড করে দেখতে পারবেন তালিকা
দেখুন
#WATCH | West Bengal | Prime Minister Narendra Modi to flag off 10 new Vande Bharat trains today. Visuals from New Jalpaiguri station in Siliguri. PM will virtually flag off the new Vande Bharat Express between New Jalpaiguri & Patna here.
He is set to flag-off the trains… pic.twitter.com/niKHhqLb9g
— ANI (@ANI) March 12, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডক্টর এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারানসী, খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)। পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেরাদুন, কালাবুরাগি-স্যার এম বিশ্বেশ্বরায়ার মধ্যে ট্রেনগুলিকে উদ্বোধন করবেন।