Photo Credits: ANI

হিরোশিমা:  জি ৭ সামিট (G7 summit) উপলক্ষে জাপানের (Japan) হিরোশিমায় (Hiroshima) গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনেস্কি (Ukrainian President Volodymyr Zelensky)।

সেখানে জি ৭ সামিটের বৈঠকের অবসরে দুই দেশের রাষ্ট্র নেতারা বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। গত বছর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine war) শুরু হওয়ার এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন ভলদিমির জেলেনেস্কি।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে জি ৭ সামিটের বৈঠকে সমস্ত সদস্য দেশগুলি ইউক্রেনের উপর রাশিয়া বর্বরোতিচ ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা করেন। পুতিনের আগ্রাসী মনোভাবের বিরোধিতা করে এই অবৈধ আগ্রাসনের চেষ্টা বন্ধের বিষয়ে সবাইকে একজোট হওয়ার ডাক দেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এপ্রসঙ্গে মোদি বলেন, "ইউক্রেনের যুদ্ধ বিশ্বের মধ্যে বর্তমানে গুরুত্বপূর্ণ ও বড় একটা ইস্যু। এই বিষয়টি আমি শুধুমাত্র অর্থনীতি (economy) বা রাজনীতির (politics) বিষয় হিসেবে দেখছি না। আমার কাছে এটা মনুষ্যতের (humanity) উপর আক্রমণের বিষয়। এই যুদ্ধ বন্ধ করার জন্য ভারত ও আমি যতটুকু সামর্থ্য চেষ্টা করব।" আরও পড়ুন: Japanese Culture display During G7 Summit: হিরোশিমায় হাজির বিশ্ব নেতাদের কাছে জাপানের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা, দেখুন অপূর্ব সব ছবি