নয়াদিল্লি: ২০২৩ সালের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ১০৬ জনের নামে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি (President) দৌপদ্রী মুর্মু (Droupadi Murmu)। এবছর ৬ জনকে পদ্মবিভূষণ (Padma Vibhushan), ৯ জনকে পদ্মভূষণ (Padma Bhushan) ও ৯১ জনকে পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। পুরস্কারপ্রাপকের মধ্যে ১৯ জন মহিলা ও ২ জন বিদেশি/প্রবাসী ভারতীয়/পিআইও/ওসিআই ও সাত জন পোস্টথুমাস রয়েছেন।
২০২৩ সালের ৬ জন পদ্মবিভূষণপ্রাপকদের মধ্যে রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (SP patron Mulayam Singh Yadav), বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হুসেন (Zakir Hussain), ওআরএসের সৃষ্টিকর্তা প্রয়াত দিলীপ মহালনবীশ (ORS pioneer Dilip Mahalanabis), এসএম কৃষ্ণা ও শ্রীনিবাস বর্ধন।
পদ্মভূষণ (Padma Bhushan) পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি সুধামূর্তি (Sudha Murty), কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla)-সহ ৯ জন। আর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে প্রয়াত (মরণোত্তর) রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (Rakesh Radheshyam Jhunjhunwala) এবং আরআরআর সিনেমার কম্পোজার এমএম কিরাভান্নি (RRR movie composer MM Keeravaani), বলিউড অভিনেত্রী রবীনা রবি ট্যান্ডন (Raveena Ravi Tandon)-সহ ৯১ জনকে।
For 2023, the President has approved conferment of 106 Padma Awards incl 3 duo cases. The list comprises 6 Padma Vibhushan, 9 Padma Bhushan & 91 Padma Shri. 19 awardees are women & the list also includes 2 persons from category of Foreigners/NRI/PIO/OCI and 7 Posthumous awardees pic.twitter.com/Gl4t6NGSzs
— ANI (@ANI) January 25, 2023
#PadmaAwards | Late Samajwadi Party patron Mulayam Singh Yadav, late ORS pioneer Dilip Mahalanabis, musician Zakir Hussain, SM Krishna and Srinivas Varadhan to receive Padma Vibhushan. pic.twitter.com/8nXMm47kPV
— ANI (@ANI) January 25, 2023
Sudha Murty, Kumar Mangalam Birla are among the 9 awardees of Padma Bhushan.
Rakesh Radheshyam Jhunjhunwala (Posthumous), RRR movie composer MM Keeravaani, actress Raveena Ravi Tandon are among the 91 awardees of Padma Shri pic.twitter.com/WdzC5V8mx0
— ANI (@ANI) January 25, 2023