মৃত কোমল (ছবিঃX)

নয়াদিল্লিঃ গ্রেটার নয়ডায় (Greater Noida) যৌতুকের দাবিতে গৃহবধূকে (Housewife) পুড়িয়ে মারার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ তখন দিল্লিতে ফের শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যমৃত্যু। পণের দাবিতে খুন বলে দাবি পরিবারের। শুরু তদন্ত। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায়। জানা গিয়েছে, দু' মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই তরুণী। বয়স মাত্র ২২ বছর। নাম কোমল। মাত্র চার মাস আগে দ্বারকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। গত ২১ অগস্ট কোমলের বাবাকে তাঁর শ্বশুরবাড়ির তরফে ফোন করে জানানো হয়, মেয়ে অসুস্থ। তাঁকে ডেকে পাঠানো হয়। হাসপাতালে গিয়ে কোমলের বাবা জানতে পারেন মেয়ের মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু তা খোলসা করে জানাতে চায়নি শ্বশুরবাড়ির লোকজন।

দিল্লিতে অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

এরপরই পুলিশের দ্বারস্থ হন কোমলের বাবা। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাত তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শারীরিক অত্যাচার পর্যন্ত করা হত। কোমলের পরিবারের দাবি, পণের জন্য তাঁকে খুন করেছে জামাই ও তার পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনকে। উল্লেখয়, অন্যদিকে গ্রেটার নয়ডায় পণের দাবিতে পুড়িয়ে মারা হয়েছে এক গৃহবধূকে। মৃতার নাম নিক্কি ভাটি। নাবালক ছেলের সামনে তাঁকে পুড়িয়ে মারে স্বামী বিপিন ভাটি ও শাশুড়ি। এই ঘটনায় মৃতার স্বামী বিপিন, ভাসুর ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বিয়ের পর থেকেই পণের জন্য চাপ, শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যমৃত্যু