IndiGo (Photo Credit: IANS/Twitter)

নয়াদিল্লিঃ ইন্ডিগোর (Indigo) বিমানে বিপত্তি যাত্রীর ব্যাগে ফাটল পাওয়ার ব্যাঙ্ক(Power Bank) আগুন দেখে আতঙ্কে চিৎকার যাত্রীদের রবিবার ঘটনাটি ঘটে দিল্লি থেকে ডিমারপুরগামী বিমানে তবে এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।বিমানসংস্থা সূত্রে খবর, রবিবার দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরগামী ফ্লাইট 6E 2107- এই ঘটনা ঘটে জানা গিয়েছে, বিমানটি রানওয়ের দিকে এগোতে শুরু করতেই এই ঘটনা ঘটে আচমকা পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বের হতে শুরু করে মুহূর্তে আগুন ধরে যায় তাতে এরপর বিমান সেবিকাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় বিমান সংস্থা ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "ডিমাপুরগামী বিমানের একজন যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক ফেটে আতঙ্ক ছড়ায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্মীরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) অনুসরণ করে মাত্র ২০ সেকন্ডের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনায় কেউ আহত হননি সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়" বিমানটি ১২.২৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও .৩৩ মিনিটে গন্তব্যের দিকে রওনা দেয় বিকেল .৪৫- ডিমাপুরে অবতরণ করে বিমানটি

উল্লেখ্য, কয়েকদিন আগে হ্যাংজু থেকে সিউলগামী বিমানে একই ধরনের ঘটনা ঘটে এক যাত্রীর ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ফেটে যায় দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন মাঝ আকাশ থেকে ফেরানো হয় বিমানটিকে যাত্রীদের নিয়ে সাংহাইতে ফেরে বিমানটি এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়

 চলন্ত বিমানে যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক ফেটে বিপত্তি, দাউ দাউ করে জ্বলল ফ্লাইট