নয়াদিল্লিঃ লড়াইয়ে টিকে থাকতে গেলে পরিবর্তন ছাড়া গতি নেই। তাই সময়োপযোগী হতেই হবে। আর তাই এবার পরিবর্তনের পথেই হাঁটছে ভারতীয় ডাক ব্যবস্থা(Indian Post Office)। একে একে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিষেবায় উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আগেই চালু হয়েছে ডিজিপিন। এবার ডিজিটাল ব্যাঙ্কিং থেকে ইউপিআইয়ের সুবিধাও চালু করতে চলেছে ভারতীয় ডাকঘর।
প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবির প্রতিবেদন অনুসারে, ভারতীয় ডাক ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনকে নাম দেওয়া হয়েছে আইটি ২.০। এই পরিবর্তনের অধীনেই থাকছে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি। এই প্রযুক্তির আওতায় থাকবে ৮৬ হাজার পোস্ট অফিস। ডিজিটাল ব্যাঙ্কিং উইং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আগেই চালু হয়েছে। বেশকিছু ব্যাঙ্কের অধীনে থাকা গ্রাহকেরা ইউপিআইয়ের সুবিধাও পেয়ে থাকেন। পাশপাশি চালু হয়েছে ওটিপির ব্যবস্থা। এর ফলে ডাকের মাধ্যমে কোনও জিনিস ডেলিভারির ক্ষেত্রে নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি ডিজিপিনের ব্যবস্থা থাকায় দ্রুত নির্ভুল জায়গায় চিঠি পৌঁছে যাবে।
ভারতীয় ডাক ব্যবস্থায় বিপুল পরিব পরিবর্তন, চালু হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা
Post Office Brings Major Digital Banking Shift! New Payment Transaction System Now Live 🔁📲#DigitalBanking #PostOfficeUpdate #PaymentSystemChange #IndiaPostPaymentsBank #UPIPayments #CashlessIndia #BankingRevolution #FinancialInclusionhttps://t.co/45u5t8JFiE
— Punjab khabarnama (@pb_khabarnama) August 5, 2025