চণ্ডীগড়: দিল্লির আবগারি মামলায় গত বুধবার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh)-কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (Enforcement Directorate - ED)। সঞ্জয় সিং-কে গ্রেফতারের পর থেকে আম আদমি পার্টির কর্মীসমর্থকরা বিভিন্ন জায়গাই প্রতিবাদ আন্দোলনে নামছে। আপের অভিযোগ, সঞ্জয় সিং আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করাতেই ইডি তাঁকে নিশানা করেছে। আজ চণ্ডীগড়ে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা বিক্ষোভ আন্দোলন চালাচ্ছিলেন, আন্দোলন থামাতে পুলিশ তাঁদের উপর জলকামান (Water Cannons) ব্যবহার করে।
দেখুন ভিডিও
#WATCH | Chandigarh: Police use water cannons against the Aam Aadmi Party workers protesting against the arrest of AAP MP Sanjay Singh.
Singh was arrested yesterday evening following the ED raid at his residence in connection with the Delhi excise policy case. pic.twitter.com/x0BR40qFND
— ANI (@ANI) October 5, 2023
বুধবার সকালেই আবগারি মামলার তদন্তের স্বার্থে আপের রাজ্যসভার সাংসদের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশির শেষে তাঁকে গ্রেফতার করে। উল্লেখ্য, এই নিয়ে আম আদমি পার্টির তৃতীয় বড় নেতাকে গ্রেফতার হলো। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। গত বছর মে মাসে দিল্লির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি।