বাড়িতে ঢুকে চাকু দিয়ে কুপিয়ে তিন শিশুকে হত্যার চেষ্টা করে এক প্রতিবেশী। এরমধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, তবে তৃতীয় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বদায়ুঁতে (Budaun)। এরপর পুলিশে অভিযোগ জানালে তাঁরা অভিযুক্তকে ধরতে আসে। কিন্তু পুলিশ দেখে পালাতে যায় সাজিদ নামে ওই ব্যক্তি। এমনকী পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর।
বদায়ুঁর সিনিয়র পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী (Alok Priyadarshi) জানিয়েছেন, মান্ডি কমিটি ফাঁড়ির কাছে বাবা কলোনীর বাসিন্দা সাজিদ এবং বিনোদ সিং। সাজিদের ওই এলাকাতেই সেলুন রয়েছে। আর তার পাশে বিনোদের স্ত্রীয়ের বিউটি পার্লার রয়েছে। এদিন বিনোদের বাড়িতে সন্ধে সাড়ে ৭টা নাগাদ যায় সাজিদ। বিনোদের স্ত্রী অভিযুক্তকে বসতে বলে চা বানাতে রান্নাঘরে যান। সেই সময় তিনটি বাচ্চা ওখানে খেলছিল। হঠাৎই তাঁদের ওপর ছুরি দিয়ে হামলা করে ২৫ থেকে ৩০ বছর বয়সী অভিযুক্ত। এরপর প্রতিবেশীরা এসে সাজিদকে ঘিরে ফেলে। পুলিশে ফোন করে অভিযোগ জানালে তাঁরা যখন ঘটনাস্থলে আসে তখন তাঁদের দেখে পালায় সাজিদ।
#WATCH | Budaun Double Murder Case | SSP Budaun, Alok Priyadarshi says, "The accused Sajid...entered the house yesterday at around 7:30 pm and went to the terrace where the children were playing. He attacked the two children and murdered them. He then came down where the crowd… pic.twitter.com/popxtAAqC7
— ANI (@ANI) March 20, 2024
পালাতে গিয়ে পুলিশের ওপর গুলি চালায় অভিযুক্ত। তারপর পাল্টা এনকাউন্টারে মৃত্যু হয় সাজিদের। মৃত শিশুদের নাম আয়ুশ (১২). আহান (৪)। আহত যুবরাজ নামে অপর এক বাচ্চা স্থানীয় হাসপাতালে ভর্তি। ঘটনাটির পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে সাজিদ ওই বাচ্চাদের ওপর হামলা চালালো সেই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে ওই এলাকা এবং বিনোদ সিংয়ের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।