Kanwar Yatra (Photo Credit: Twitter)

নয়াদিল্লিঃ বিশৃঙ্খলা এড়াতে কানওয়ার যাত্রায় (Kanwar Yatra 2025) একাধিক বিধিনিষেদ। ব্যবহার করা যাবে না ত্রিশুল কিংবা হকি স্টিক, এমনটাই সাফ জানিয়ে দিল যোগী প্রশাসন। মির্জাপুর রেলওয়ে স্টেশনে আরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এমনকী শব্দদূষণ রোধ করতে সাইলেন্সার বিহীন বাইকও এবার নিষিদ্ধ কানওয়ার যাত্রায়, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, কানওয়ার যাত্রায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কানওয়ার যাত্রায় প্রতীকী হিসেবে কোনওরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। নির্দেশ লঙ্ঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে। মিরাট, সাহারানপুর, বুলন্দশহর, শামলি, বাগপত বিভিন্ন এলাকায় কানওয়ার যাত্রার উপর নজর দেওয়া হয়েছে।

কানওয়ার যাত্রায় এবার কড়াকড়ি প্রশাসনের

উল্লেখ্য, সম্প্রতি মির্জাপুর স্টেশনে সিআরপিএফ জওয়ানের উপরে হামলার ঘটনা ঘটে। এক সিআরপিএফ জওয়ানের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সাত কানওয়ার যাত্রীর বিরুদ্ধে। টিকিট কাটা নিয়ে বচসার সূত্রপাত হয়। এরপরই সিআরপিএফ জওয়ানের উপর হামলা চালায় অভিযুক্তরা এমনটাই অভিযোগ। এই ঘটনায় ওই সাত কানওয়ার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

কানওয়ার যাত্রায় একাধিক বিধিনিষেধ, অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করল পুলিশ