নয়াদিল্লিঃ মাঝরাতে পাকিস্তানে (Pakistan) নির্ভুল অভিযান ভারতীয় সেনার (Indian Army)। পাকিস্তান (Pakistan) ও পাক অধ্যুষিত কাশ্মীরে (POK) রাতভর অভিযান চালিয়ে ৯ টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করেছে ভারত। এই আবহে যখন দেশজুড়ে উচ্ছ্বাসের বাতাবরণ তখন রাজস্থান থেকে আটক ৮৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার রাজস্থানের নিম কা থানা এলাকা থেকে আটক হয় হয় তাদের। অভিযুক্তদের মধ্যে পুরুষসহ রয়েছে মহিলা ও শিশুরা। আপাতত অভিযুক্তদের জয়পুরের কুকাস সেন্টারে পাঠানো হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথি।
গোপনে চলছে অনুপ্রবেশ, জাল নথি সহ আটক ৮৭ বাংলাদেশি
Neem Ka Thana, Rajasthan: After the Pahalgam terror attack, police detained 87 illegal Bangladeshi nationals working at brick kilns in Neem Ka Thana. They were sent to Jaipur's Kukas center and will be moved to Delhi for further action pic.twitter.com/p7Uk7MqFFn
— IANS (@ians_india) May 7, 2025