নয়াদিল্লিঃ জনসাধারণের অভিযোগ প্রতিকারের জন্য চলছিল সভা। এরই মাঝে ঢুকে পড়েন কয়েকজন। মারতে মারতে টেনে বাইরে বের করে দেওয়া হয় এক শীর্ষ আধিকারিককে (Govt Officer)। কিল, চড়, ঘুষি বাদ দেওয়া হয়নি কিছুই। এবার এই ঘটনার জেরে গ্রেফতার এক ব্যক্তি। বিজেপি কাউন্সিলরের উপস্থিতিতে গোটা ঘটনা ঘটে বলেই অভিযোগ। ঘটনায় উদ্বেগ প্রকাশ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের।
ভুবনেশ্বর পুরসভায় ঢুকে সরকারি আধিকারিককে মার, গ্রেফতার ১
ঘটনাটি ঘটেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের পুরসভায়। আক্রান্ত ব্যক্তির নাম রত্নাকর সাহু। পুরসভার অ্যাডিশনাল কমিশনার তিনি। তাঁকে হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। জামার কলার ধরে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করা হয় তাঁকে। অশ্রাব্য ভাষায় গালাগাল পর্যন্ত করা হয়। এক বিজেপি নেতার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাঁর উপর চড়াও হয় ওই একদল যুবক এমনটাই দাবি তাঁদের। জানা যায়, সোমবার সকাল ১১ টা নাগাদ ওই শীর্ষ আধিকারিকের চেম্বারে ঢুকে তাঁকে হেনস্থা করা হয়। এক কাউন্সিলারের সামনে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশায় কেউ সুরক্ষিত নন বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "নিজের অফিসেই একজন সরকারি আধিকারিক সুরক্ষিত নন। তাহলে এই রাজ্যের সাধারণ নাগরিকরা সরকারের কাছ থেকে আইন-শৃঙ্খলা নিয়ে কী আশা করবেন?"
পুরসভায় ঢুকে সরকারি আধিকারিককে মারধর, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ১
Bhubaneswar: Police arrest three persons in BMC official assault case
Read @ANI Story | https://t.co/h0OorsvFCy #Bhubaneswar #Arrest pic.twitter.com/0aq4wZh3QT
— ANI Digital (@ani_digital) June 30, 2025