মোদীর মরিশাস সফর (ছবিঃX@Narenra Modi)

নয়াদিল্লিঃ দু'দিনের মরিশাস(Mauritius) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধবার, দ্বীপরাষ্ট্র মরিশাসকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন মোদী। এদিন সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "মরিশাসের মানুষজনকে জানাই জাতীয় দিবসের শুভেচ্ছা। বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগ্রহী।" মঙ্গলবার, মরিশাসের মাটিতে পা দেন নমো। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধান বিচারপতিরাও।

মরিশাসবাসীকে বিশেষ শুভেচ্ছা মোদীর

প্রসঙ্গত, এই সফরে মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’-এ সম্মানিত করা হয়। পাশাপাশি সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান' প্রদানের ঘোষণা করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর। দ্বীপরাষ্ট্রে মোট ২০ টির বেশি প্রকল্প উদ্বোধনে হাজির থাকছেন মোদী। এ ছাড়া দেখা করেছেন মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে। মরিশাসের রাষ্ট্রপতিকে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জল এবং সুপার ফুড মাখানা উপহার হিসেবে দিয়েছেন তিনি। গোখুলের স্ত্রী বৃন্দা গোখুলকে একটি বেনারসি সিল্ক শাড়ি উপহার দিয়েছেন বলে সূত্রের খবর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, " মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে খুব ভালো সাক্ষাৎ হয়েছে। তিনি ভারত এবং ভারতীয় সংস্কৃতির সাথে ভালভাবে পরিচিত। মরিশাসের জাতীয় দিবস উদযাপনে যোগদানের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাই। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নীত করার উপায় নিয়ে আলোচনা করেছি।"

মরিশাসকে জাতীয় দিবসের শুভেচ্ছা মোদীর