নয়াদিল্লিঃ এবার নবি মুম্বই বিমানবন্দর (Navi Mumbai Airport)উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ৮ অক্টোবর নবনির্মিত এই বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বুধবার এই বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এই নবনির্মিত বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা চালু হবে।
উল্লেখ্য, নবি মুম্বইয়ের বুকে গড়ে ওঠা ১ হাজার ৬০০ হেক্টর এলাকা জুড়ে তৈরি এই বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে মোট ১৯ হাজার ৬৪৭ কোটি টাকা। শুধুমাত্র প্রথম পর্যায়ের কাজের জন্য খরচ হয়েছে এই টাকা। বিমানবন্দরের চারটি টার্মিনাল তৈরির কাজ শেষ হলে এই খরচ ছাড়াবে আরও ১ লক্ষ কোটি টাকা। মুম্বইয়ে ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। নবি মুম্বইয়ের এই বিমানবন্দর হবে মেট্রোপলিটন এলাকার দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি এরোডোম লাইসেন্স পেয়েছে এই এয়ারপোর্ট। এই বিমানবন্দর তৈরিতে মুখ্য ভূমিকা নিয়েছে আদানি গ্রুপ। এই বিমানবন্দরের ৭৮ শতাংশ স্টক আদানিদের হাতে। বাঁকি ২৬ শতাংশ স্টক রয়েছে মহারাষ্ট্র সরকারের ল্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি সিডকো-র হাতে। পরিষেবা চালু হলে বছরে ৮০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন এই বিমানবন্দর দিয়ে।
নবি মুম্বই বিমানবন্দরের ফিতে কাটতে চলেছেন মোদী, পরিষেবা শুরু হচ্ছে কবে?
#WATCH | Mumbai | On PM Modi to inaugurate Navi Mumbai Airport, CIDCO Vice Chairman & Managing Director Vijay Singhal says, "The second airport of Navi Mumbai International Airport will be inaugurated by our PM Modi on October 8. He will land at Navi Mumbai International Airport… pic.twitter.com/kSTDazo6V1
— ANI (@ANI) October 4, 2025