নয়াদিল্লিঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor)পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পাঁচদিনের ত্রিদেশীয় সফরে রওনা হয়েছিলেন। সোমবার কানাডার ক্যালগেরিতে পৌঁছল মোদীর বিমান। এদিন বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা পান নমো। মূলত জি-৭ বৈঠকে যোগ দেওয়ার জন্য কানাডায় পা রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত ও কানাডার সম্পর্কের টানাপড়েনের মধ্যে মোদীর ক্যালগেরি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারত পাক সংঘাতের পর প্রথম বিদেশ সফরে মোদী
ত্রিদেশীয় সফরের প্রথমে সাইপ্রাসে যান মোদী। সেখান থেকেই কানাডার উদ্দেশে রওনা দেন। পরবর্তী গন্তব্য ত্রোয়েশিয়া। বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন। এই সফর শুরুর আগে এক্স হ্যান্ডেলে মোদী জানান, কানাডায় জি-৭ বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, বিশ্বের সাতটি উন্নত দেশের অক্ষ জি-৭। এই জোটের সঙ্গে ভারত সরাসরি যুক্ত না হলেও, আয়োজক দেশ এই জোটের বাইরে থাকা অন্য কোনও দেশকে আহ্বান জানাতে পারে। ২০২০ সাল বাদে গত পাঁচ বছরে এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ভারত। এবারের জি-৭ আয়োজক কানাডা। নয়াদিল্লি ও কানাডার সম্পর্ক তলানিতে ঠেকলেও জি-৭ বৈঠকে যোগ দিতে কানাডায় পৌঁছেছেন মোদী।
তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
#WATCH | Canada: PM Narendra Modi receives a warm welcome as he lands in Calgary. He will attend the 51st G7 Summit in Kananaskis, Alberta. #PMModiAtG7 https://t.co/lK5LNoG8Qy pic.twitter.com/Bv8igB6gh6
— ANI (@ANI) June 17, 2025