Rajiv Gandhi (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ আজ, ২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Former PM Rajiv Gandhi)৩৪ তম মৃত্যুবার্ষিকী (Death Anniversary। আর এই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বুধবার সকালে এক্স (X) হ্যান্ডেলে মোদী লেখেন, "আজ ৩৪ তম মৃত্যুদিবস উপলক্ষে রাজীব গান্ধী জিকে আমার প্রণাম ওঁ শ্রদ্ধা জানাই।" উল্লেখ্য, বুধ সকাল থেকেই প্রান্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাজীব গান্ধী স্মৃতিস্তম্ভ 'বীরভূমি'তে হাজির কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বর্তমান

এদিন রাজীব গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজীব গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ছেলে রাহুল গান্ধী। বাবা রাজীব গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করেন রাহুল। এদিন এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট-সহ একাধিক কংগ্রেস নেতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বীরভূমিতে ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে হাজির হবেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রসঙ্গত, আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯১ সালে ঠিক আজকের দিনেই তামিলনাড়ুতে আত্মঘাতী বোমা হামলায় মারা যান দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

৩৪ তম মৃত্যুবার্ষিকীতে রাজীব গান্ধীকে শ্রদ্ধা মোদীর