PM Narendra Modi (Photo Credit: X)

নয়াদিল্লিঃ আগামী ২৬ অক্টোবর শুরু হচ্ছে অ্যাসিয়ান সামিট(Asean Summit) সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব এই সামিটে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) সেখানেই নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলে অনুমান করা হচ্ছিল কিন্তু সে সব জল্পনায় ইতি অ্যাসিয়ান সামিটে যোগ দিতে মালয়শিয়া যাচ্ছেন না মোদী প্রধানমন্ত্রী দফতর সূত্রে এমনটাই খবর যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি

কেন এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রগোষ্ঠীর সম্মেলনে যোগ দিচ্ছেন না মোদী?

আগামী এবং ১১ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচন ২৪ অক্টোবর থেকে বিহারে প্রচার শুরু করতে চলেছেন মোদী এছাড়া আগামী সপ্তাহে ছট পুজো নিয়ে বেশকিছু কর্মসূচী রয়েছে তাই এই আবহে আপাতত মালয়েশিয়া সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নমো তবে ২৬ অক্টোবর ভার্চুয়ালি অ্যাসিয়ান সামিটে যোগ দিতে পারেন মোদী এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা

অ্যাসিয়ান সামিটে যোগ দিচ্ছেন না মোদী, দেখা হবে না ট্রাম্পের সঙ্গে, নেপথ্যে কী কারণ?