নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি (Pahalgam error Attack) হানার পর প্রথমবারের জন্য জম্মু কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ৬ জুন অর্থাৎ শুক্রবার জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) পৌঁছবে প্রধানমন্ত্রী বিমান। , শ্রীনগর থেকে কাটরাগামী বন্দে ভারতের উদ্বোধনের জন্যই উপত্যকায় যাচ্ছেন নমো। পহেলগাঁও সন্ত্রাসের পর মোদীর কাশ্মীর সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বন্দে ভারতের উদ্বোধন ছাড়া এই সফরে আর কী কর্মসূচি রয়েছে তাঁর সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। দিল্লির তরফেও যদিও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কিছু জানানো হয়নি।
জম্মু কাশ্মীর সফরে মোদী, উপলক্ষ্য কী?
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্ম পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় পর্যটকদের। আর এই হামলার পাল্টা জবাব দিতে খুব বেশি দেরী করেনি ভারতীয় সেনা। ৭ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রায় ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর।' এই নামটি দেন প্রধানমন্ত্রী নিজে।
পহেলগাঁও হামলার পর প্রথমবারের জন্য কাশ্মীরের মাটিতে পা দিতে চলেছেন মোদী, কেন উপত্যকায় যাচ্ছেন নমো?
Union Minister Jitendra Singh tweets "Prime Minister Narendra Modi to inaugurate the Chenab Bridge on 6th June...History in the making. Just 3 days to go! The mighty Chenab Bridge, the world's highest railway bridge, stands tall in Jammu and Kashmir..." pic.twitter.com/YCI12lrNpO
— ANI (@ANI) June 3, 2025