দিল্লি, ৭ মার্চ: কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম উপত্যকায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কাশ্মীরে (Kashmir) গিয়ে সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে করেন জনসভাও। ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যুবককে নিজস্বী তুলতে দেখা যায়। মোদী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে নিজস্বী তোলা যুবকের নাম নাজিম। পুলওয়ামার বাসিন্দা নাজিম কাশ্মীরের একজন মধু বিক্রেতা। ২০১৮ সালে নিজের বাড়ি থেকে মধুর ব্যবসা শুরু করেন নাজিম। মধু ব্যবসায় লাভের মুখ দেখতেই নাজিম নিজের বাড়িতে মৌমাছি পোষা শুরু করেন। এরপর ২০১৯ সালে সরকারের সাবসিডি পেয়ে নাজিম ব্যবসা বড় করেন। ২৫টি মৌমাছির বাক্স থেকে ৭৫ কেজি মধু সংগ্রহ করেন নাজিম। যা বিক্রি করে ৬০ হাজার টাকা রোজগার করেন এই কাশ্মীরি যুবক। ব্যবসা আরও বড় করতে নাজিম প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম-এর সাহায্য নেন নিজের নাম নথিভুক্ত করে। ওই প্রকল্পের সাহায্যে ২০২০ সালে নাজিম ৫ লক্ষ টাকা রোজগার করেন। এরপরই মধুর ব্যবসায় নিজস্ব ওয়েবসাইট শুরু করেন নাজিম। ওই ওয়েবসাইটের প্রচার বাড়তে শুরু করায় ২০২৩ সালে নাজিম নামের ওই যুবক ৫ কেজি মধু বিক্রি করেন। বর্তমানে নাজিমের সঙ্গে ১০০ জন আরও কাজ করেন বলে খবর।
দেখুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীরি যুবকের নিজস্বী...
A memorable selfie with my friend Nazim. I was impressed by the good work he’s doing. At the public meeting he requested a selfie and was happy to meet him. My best wishes for his future endeavours. pic.twitter.com/zmAYF57Gbl
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
ব্যবসায় সফল নাজিমের সঙ্গে এবার নিজস্বী তুলে তা নিজের সোশ্যাল হ্যান্ডডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।