মঙ্গলবার নয়া সংসদ ভবনে প্রবেশ করলেন সব সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিরোধী দলের রাহুল গান্ধী, অধীর চৌধুরীরা নয়া সংসদ ভবনে প্রবেশ করেন। নয়া সংসদ ভবনে প্রবেশ করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রসঙ্গ উল্লেখ করেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে নয়া সংসদ ভবনে প্রবেশ করেই মহিলা বিল নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi speaks on Women's Reservation Bill -- Nari Shakti Vandan Adhiniyam
"Discussion on Women's Reservation Bill happened for a long time. During Atal Bihari Vajpayee's regime Women's Reservation Bill was introduced several… pic.twitter.com/bPTniQvhZr
— ANI (@ANI) September 19, 2023