দাভানাগেরে: ডবল ইঞ্জিন সরকারই (double engine government) ফের ক্ষমতায় ফিরবে কর্নাটকে (Karnataka)। এই বিষয়ে রাজ্যের সাধারণ মানুষ মনস্থির করে ফেলেছেন। শনিবার কর্নাটকের দাভানাগেরে (Davanagere) এলাকায় বিজয় সংকল্প যাত্রা মহা সংগ্রাম (Vijaya Sankalp Yatre Maha Sangama) নামে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। এপ্রসঙ্গে তিনি বলেন, "কর্নাটক ঠিক করে ফেলেছে যে এই রাজ্যে ফের ডবল ইঞ্জিনের সরকারকেই ফিরিয়ে আনবে।"
Davanagere: Karnataka has decided to bring back the double engine government in the state: PM Modi addresses Vijaya Sankalp Yatre Maha Sangama#KarnatakaElections2023 pic.twitter.com/XAR5jKQAUb
— ANI (@ANI) March 25, 2023
এরপরই কর্নাটকের ক্ষমতা ফিরিতে মরিয়া কংগ্রেসকে (Congress) কটাক্ষ করে তিনি বলেন, "কংগ্রেসের লোকেরা বলছেন, 'মোদি তোমার কবর খুঁড়ব (Modi Teri Qabr Khudegi)।' কিন্তু, তাঁরা জানেন না যে কর্নাটকের মানুষরা একটি স্বপ্ন দেখেছেন, যাতে বলা হচ্ছে 'মোদি তোমার কমল ফুটবে' (Modi Tera Kamal Khilega)।"
Congress' people say 'Modi Teri Qabr Khudegi' but they don't know that the people of Karnataka have a dream which is 'Modi Tera Kamal Khilega': PM Modi addresses Vijaya Sankalp Yatre Maha Sangama#KarnatakaElections2023 pic.twitter.com/2ZEMrbP0Tg
— ANI (@ANI) March 25, 2023
শুক্রবার কংগ্রেস নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর বাড়িতে আসা এক সমর্থককে সপাড়ে চড় মারেন। যার ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শনিবার দাভানাগেরের সভা থেকে সেই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়োতে দেখলাম একটি রাজনৈতিক দলের বড় নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Karnataka's Former CM) সাধারণ মানুষের সামনেই তাঁর নিজের দলের এক সমর্থককে চড় মারছেন। যে মানুষরা নিজেদের কর্মীদেরই সম্মান জানাতে পারেন না, তাঁরা কীভাবে মানুষকে সম্মান জানাবেন। বিজেপিতে (BJP) কেউ ছোট বা বড় হয় না।"
I came across a video on social media where a party's big leader, Karnataka's Former CM, was slapping his own party worker in public. Those who can't respect their own workers, how can they respect the people? Nobody is big or small in BJP: PM Modi pic.twitter.com/fcAE3iOc71
— ANI (@ANI) March 25, 2023