Modi Meet musk (Photo Credit: X@narendramodi)

দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি র সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে সপরিবারে দেখা করেন মাস্ক। দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের। সূত্রের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের। ভারতে ‘স্টারলিংক’-এর ব্যবসা শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে স্টারলিংক শীঘ্রই ভারতে তাদের ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে পারে।ইলন মাস্ক ও মোদীর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য আধিকারিকরা।প্রায় ৫৫ মিনিট ধরে আলোচনা হয়েছে মোদী ও মাস্কের। বৈঠক যে ভাল হয়েছে, সে কথা উল্লেখ করেছেন দুজনেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন।

ইলন মাস্কের সঙ্গে ৫৫ মিনিট বৈঠক প্রধানমন্ত্রী মোদীরঃ

এছাড়াও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টসের সঙ্গেও দেখা করেছেন মোদী। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স মাধ্যমে জানিয়েছেন মোদী। আলোচনা হয়েছে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টসের সঙ্গে বৈঠকে মোদীঃ