নয়াদিল্লি: আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর ১১৬তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভগৎ সিং (Bhagat Singh)-এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। ভগত সিং-এর জন্ম পাঞ্জাবের কালান গ্রামের এক সান্ধু জাঠ পরিবারে। এই পরিবারের কয়েকজন সদস্য ভারতের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর পরিবারের কেউ কেউ মহারাজা রঞ্জিত সিংহের সেনাবাহিনীতে কাজ করতেন। ভগত সিংহের ঠাকুরদা অর্জুন সিংহ দয়ানন্দ সরস্বতীর হিন্দু সমাজ সংস্কার আন্দোলন আর্যসমাজের সঙ্গে যুক্ত ছিলেন। জন সোন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় ২৩শে মার্চ ১৯৩১ সালে মাত্র ২৩ বছরে বয়সে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন। সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছত্রিশগড় বিমানবন্দরের নামের পরিবর্তে ‘শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট’ নাম করার ঘোষণা করেছেন। জন্মবার্ষিকীতে প্রধান মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় কী বার্তা শেয়ার করলেন দেখুন -
Remembering Shaheed Bhagat Singh on his birth anniversary. His sacrifice and unwavering dedication to the cause of India’s freedom continue to inspire generations. A beacon of courage, he will forever be a symbol of India's relentless fight for justice and liberty. pic.twitter.com/cCoCT8qE43
— Narendra Modi (@narendramodi) September 28, 2023
PM Modi pays tribute to Bhagat Singh on his 116th birth anniversary
Read @ANI Story | https://t.co/Zm8CeSVn8A#PMModi #BhagatSingh #tribute pic.twitter.com/x12uPgRiRH
— ANI Digital (@ani_digital) September 28, 2023