PM Modi at Red Fort (Photo Credit: ANI/ X)

আজ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) বলেন, ভারত ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদী প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ ভারতের প্রতিনিধিত্ব করা সমস্ত ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন এবং আসন্ন প্যারালিম্পিক্সের জন্য দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ভাষণের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন যে ভারত ইতিমধ্যে প্রমাণ করেছে যে জি-২০ শীর্ষ সম্মেলনের মতো বড় ইভেন্ট আয়োজন করার পরিকাঠামো রয়েছে এবং দেশের পরবর্তী স্বপ্ন ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করা। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ আমাদের সঙ্গে রয়েছেন সেই তরুণরা, যাঁরা অলিম্পিকে ভারতের পতাকা উঁচু করেছে। আমি ১৪০ কোটি দেশবাসীর পক্ষ থেকে আমাদের সমস্ত ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি।' PM Narendra Modi Independence Day Speech 2024: বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়' লালকেল্লা থেকে পড়শি দেশ নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর

তিনি আরও বলেন, 'প্যারা-অলিম্পিক্সে অংশগ্রহণের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের এক বিশাল দল প্যারিসের উদ্দেশে রওনা দেবে। আমি আমাদের সমস্ত প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানাই। বড় আকারে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন ভারত প্রমাণ করেছে যে ভারতের বড় আকারের অনুষ্ঠান আয়োজন করার ক্ষমতা রয়েছে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন, আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি।' কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য লোকসভায় এক লিখিত জবাবে আগামী অলিম্পিক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক এবং প্যারা এশিয়ান গেমসে ঐতিহাসিক ১১১ পদক জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারত। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলা প্যারিস প্যারালিম্পিক্সের জন্য ৮৪ জন অ্যাথলিটকে মাঠে নামিয়েছে ভারত। আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ক্যানোয়িং, সাইক্লিং, ব্লাইন্ড জুডো, পাওয়ারলিফটিং, রোয়িং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস ও তায়কোয়ান্দোসহ ১২টি খেলায় অংশ নেবেন ৮৪ জন অ্যাথলিট। এর আগে লালকেল্লায় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রীকে একটি সাদা কুর্তা এবং নীল পোশাক এবং একটি ঐতিহ্যবাহী বহু রঙের সাফায় ছবি তোলা হয়।