দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে, সামনেই দিওয়ালী ও ছট পুজো। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন ‘মন কি বাত’-এ (Mann Ki Baat)। যেখানে একাধিক বিষয়ে কথা বললেন তিনি। রবিবার অর্থাৎ ষষ্ঠীর সকালেই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। যদিও এবারের ‘মন কি বাত’-এ বাংলা ও বিহারের উৎসব নিয়েই একাধিক কথা বললেন তিনি। আসলে বিহারে ছটপুজো মিটলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। অন্যদিকে বিহারের নির্বাচন মিটলেই বাংলায় শুরু হবে ভোটপ্রস্তুতি। ফলে প্রধানমন্ত্রীর লক্ষ্য যে একেবার স্থির, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।

দুর্গাপুজোকে নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

দুর্গাপুজো প্রসঙ্গে মন কি বাতের ১২৬ তম এপিসোডে মোদী বলেন, কিছু সময় আগে ভারত সরকারের প্রচেষ্টার জেরে ইউনেস্কোর তালিকায় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে দুর্গাপুজো। যদি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিই, তাহলে বিশ্ববাসীও এই বিষয় সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে এবং অংশগ্রহণ করবে। এটা আমাদেরই দায়িত্ব।

ছটপুজো নিয়ে বড় ঘোষণা

তিনি আরও বলেন, দুর্গাপুজোর মতো ছটপুজোকে নিয়েও আমরা বড় প্রচেষ্টায় নিয়োজিত। ভারত সরকার ছট মহাপর্বকে ইউনেস্কোর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবের তালিকায় যুক্ত করতে চাইছে। যখন এই ছটপুজো ইউনেস্কোর তালিকায় চলে আসবে, তখন বিশ্বের প্রতিটা প্রান্তের মানুষ এই উৎসবের মহিমা, দেবত্ব অনুভব করবে। আর তা খুব শীঘ্রই হতে চলেছে।